
রবিবার রাতে রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নাম ঘোষণা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে রয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রায় তিনমাস ধরে উপাচার্যহীন হয়ে ছিল এই কৃষি বিদ্যালয়টি। রাজ্যপালের নির্দেশে এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতীকালীন উপাচার্য হচ্ছেন দেবব্রত বসু। প্রায় তিনমাস ধরে উপাচার্যহীন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। এই পরিস্থিতিতে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তবে নতুন উপাচার্য নিয়োগের বিষয়টি জানাজানি হতেই খুশি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে অধ্যাপক অধ্যাপিকারা।