
সুকান্ত চট্টোপাধ্যায়, বসিরহাট:বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার সান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের ডোবরা এলাকার এক যুবতীর ফেসবুক হ্যাক করে তার ছবি ভাইরাল করে তাকে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।অভিযুক্ত যুবকের নাম রাজীব দাস।ঐ যুবকের বাড়ি উত্তর 24 পরগনার হাবরা থানার বাদামতলা এলাকায়।
জানা গিয়েছে, রাজীব দাস নামের ওই যুবক এবং অভিযোগকারী যুবতী ,মধ্যমগ্রামের একটি বেসরকারি ওষুধের দোকানে কাজ করতো। এক জায়গায় কাজ করার সুবাদে তাদের মধ্যে আলাপ হয়, তারা মেলামেশাও শুরু করে। এরপর ওই যুবতী হঠাৎই জানতে পারেন রাজীব দাস নামের ওই যুবক বিবাহিত, তার সন্তানও রয়েছে।
সে সময় রাজীবের জীবন থেকে সরে যাওয়ার চেষ্টা করেন যুবতী। তবে তাতে সমস্যার সমাধান হয়নি, পরবর্তীতে ওই যুবতীর ফেসবুক হ্যাক করে যুবতীকে ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে রাজীব দাস নামে ওই যুবকের বিরুদ্ধে। গত দেড় বছর ধরে এই মানসিক যন্ত্রণা সহ্য করছেন ঐ যুবতী। এরপর ওই যুবতী বসিরহাট সাইবার ক্রাইম থানায় রাজীব দাসের বিরুদ্ধে মামলা করেন। যুবতীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট সাইবার ক্রাইম থানা।অভিযুক্ত যুবকের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন যুবতী এবং তার মা।