
প্রতীতি ঘোষ,দক্ষিণেশ্বর: আজ রবিবার দ্বীপানিতা কালী পুজো। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে এদিন সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে। কালীপুজো উপলক্ষ্যে সেজে উঠেছে মন্দির প্রাঙ্গণ। অমাবস্যা শুরু হওয়ার পর থেকেই শুরু হয়েছে মায়ের পুজো।কালীপুজো উপলক্ষ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে । মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন দেশের মঙ্গলের জন্য, দশের ভালোর জন্য, বিশ্ব শান্তি বজায় রাখতে এই পুজো করা হচ্ছে।