
স্পোর্টস ডেস্ক : শুরু হচ্ছে ডালহৌসি প্রিমিয়ার লিগ আইপিএলের ঢঙে ডালহৌসি ক্লাবের উদ্যোগে দুই দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে কলকাতায়। ক্লাবেরই আট জন সদস্য ভিন্ন আটটি দল নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেবেন। টুর্নামেন্টের নাম রাখা হয়েছে ডালহৌসি প্রিমিয়ার লিগ। বৃহস্পতিবার শতাব্দীপ্রাচীন ডালহৌসি ক্লাবে হল আটটি দলের জার্সি উন্মোচন।
সিএবি’র প্রাক্তন সভাপতি তথা আইপিএল-এর গভার্নিং কাউন্সিলের অন্যতম সদস্য অভিষেক ডালমিয়া উপস্থিত ছিলেন এ দিনের অনুষ্ঠানে। তাঁর সঙ্গে উজ্জ্বল উপস্থিতি ছিল ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার উৎপল চ্যাটার্জির, যিনি ময়দানে ডেভিড হিসেবেই বেশি পরিচিত। অভিষেক ডালমিয়া জানিয়েছেন, এই ধরনের উদ্যোগ যে কোনও ক্লাবের জন্যই ভাল।
ময়দানের কোনও ক্লাব এই ধরনের টুর্নামেন্ট আগে আয়োজন না করলেও অতীতে কর্পোরেট ক্রিকেটে বা পূজো কার্নিভালের সঙ্গে যুক্ত ক্লাবগুলি একত্রে এই ধরনে খেলার আয়োজন করেছে।