
বাঁকুড়া, শুভম কর্মকার : দানা ঘূর্ণিঝড়ের প্রভাবে লাগাতার বৃষ্টির জেরে ভয়াবহ ভাঙ্গনের মুখে দেবখালী খাল। এর ফলে ব্যাপক ক্ষতির মুখে বাঁকুড়ার ইন্দাস ব্লকের সেখডাঙ্গা গ্রাম। গ্রাম আর খাল এর মাঝে দূরত্ব আর মাত্র কয়েক ফুট। যেভাবে খালের পাড় ভাঙছে তাতে স্থানীয় একটি শিশু শিক্ষা কেন্দ্র সহ একাধিক বাড়ি খালের জলে তলিয়ে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার জন্য রাজ্যের সরকারকে দূষেছেন স্থানীয় বিধায়ক। পঞ্চায়েত সমিতির দাবী ইতিমধ্যেই বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দূর্যোগ কাটলেই পাড় বাঁধানোর কাজ শুরু হবে।