
‘দানা’-র আতঙ্ক ওড়িশা ও বাংলার বিভিন্ন এলাকায়।মঙ্গলের মধ্যেই পুরী পর্যটকশূন্য করার নির্দেশ ,এছাড়াও ওড়িশায় বন্ধ স্কুল, সতর্কতা দিঘা-তাজপুরের সৈকতেও।
সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে বাংলা ও ওড়িশার উপকূলে। জানা গেছে ঘূর্ণিঝড় তৈরি হলে তা সাগরদ্বীপ ও পুরীর মধ্যবর্তী কোথাও আছড়ে পড়তে পারে। তার আগে সতর্ক দুই রাজ্য বাংলা এবং ওড়িশার প্রশাসন। পুরীকে মঙ্গলবারের মধ্যেই পর্যটকশূন্য করা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বাইরের রাজ্য থেকে ঘুরতে যাওয়া পর্যটক ও পুণ্যার্থীদের বুধবারের আগেই পুরী ছাড়ার নির্দেশ দিয়েছে ওড়িশা সরকার। । অপরদিকে বাংলার দুই উপকূলবর্তী জেলা— পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় আগাম সতর্কতা জারি করেছে প্রশাসন। সোমবার থেকেই প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক মাইকিং করা শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা, সাগরদ্বীপ, পাথরপ্রতিমা, বকখালি-সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকায়। তৈরি করা হয়েছে ‘ফ্লাড শেল্টার’ বা আশ্রয়কেন্দ্রগুলিকে। কাকদ্বীপ এলাকায় ইতিমধ্যে একটি কন্ট্রোল রুমও চালু করেছে মহকুমা প্রশাসন। পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ বিভিন্ন পর্যটনকেন্দ্রের দিকে সজাগ নজর রয়েছে রাজ্য প্রশাসনের। আগামী কয়েক দিন দিঘা ও পার্শ্ববর্তী সমুদ্রসৈকতে পর্যটকেরা যাতে কোনও ভাবেই না সমুদ্রস্নানে না যান, সে ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে।