
অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দার্জিলিং এ। অগ্নিকান্তের ঘটনায় ব্যাপক আতংক সৃষ্টি হয় পর্যটকদের মধ্যে। শৈলশহরে পর পর দুটি হোটেলে আগুন লাগে । রুম হিটার থেকেই ঐ আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের ও পুলিশের। দুটি হোটেলে ওই অগ্নিকাণ্ডের পর পর্যটকদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে পুড়ে ছাই হয়ে যায় পর্যটকদের জিনিসপত্র।