
গোপাল শীল দক্ষিণ ২৪ পরগনা: দুই বান্ধবীর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কাকদ্বীপে। চারিদিকে আত্মহত্যা নইলে প্রেমের জালে খুনের অভিযোগ। এমনই ঘটনা কাকদ্বীপের কাশিনগরে। মেয়েটি পড়তে যাওয়ার কথা বলেই শেষ বাড়ি থেকে বেড়িয়েছিল। আর তার বাড়ি ফেরা হল না।
২ ছাত্রীরই প্রেমের সম্পর্ক ছিল। আত্মহত্যা নাকি খুন রহস্যের উত্তেজনা ছড়িয়েছে মানুষের মধ্যে।বাড়ির সদস্যরা খোঁজাখুজির পর থানায় ঘটনাটি জানায়। কাকদ্বীপের হারুট পয়েন্ট কোস্টাল থানার কাশিনগর ও মাধবনগরের মাঝামাঝি জায়গায় দুই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের লোকেরা ওই ছাত্রীর প্রেমিকদের সঙ্গে কথা বলে। তাদের কথায় অসঙ্গতি ধরা পড়লে পুলিশকে জানানো হয়। পুলিশ ওই ২ প্রেমিকসহ ১ বন্ধুকেও গ্রেফতার করে। কাকদ্বীপ এসিজেম আদালতে তোলা হয়েছে অভিযুক্তদের। দীর্ঘদিনের সম্পর্ক ভেঙ্গে দেওয়ার পরই এই ঘটনায় সন্দেহ বেড়েই চলেছে।