
ওঙ্কার ডেস্ক: ছয় মাসে আগে ইজরায়েলের সেনা দাবি করেছিল তাদের হামলায় মৃত্যু হয়েছে হামাসের সামরিক শাখা আল কাশিম ব্রিগেডের প্রধান মহম্মদ দেইফের। সেই খবরে সিলমোহর দিল হামাস। শুক্রবার হামাসের তরফে জানানো হয়েছে, ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে মহম্মদ দেইফের।
সামরিক শাখার উপপ্রধান মারওয়ান ইশাও ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস। উল্লেখ্য, গত জুলাই মাসে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেইফের মৃত্যুর কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন খান ইউনিসে বিমান হামলায় দেইফ নিহত হয়েছেন। অন্যদিকে ইজরায়েলি সামরিক পর্যবেক্ষক আগাম বারগারকে আগেই মুক্তি দিয়েছিল হামাস। এরপর আরও দুই ইজরায়েলি পণবন্দিকে বৃহস্পতিবার মুক্তি দিয়েছে সংগঠনটি।
১৯৮৯ সালে ইজরায়েলি বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন দেইফ। গ্রেফতারের পর তাঁকে ১৬ মাস কারাগারে রাখা হয়। হামাস জানিয়েছে, দেইফ ইসলামিক ইউনিভার্সিটি অব গাজা থেকে বিজ্ঞান বিষয়ে ডিগ্রি লাভ করেছিলেন। পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তিনি। সেই সঙ্গে মঞ্চে অভিনয়ও করেছেন তিনি।