
অরূপ পোদ্দার, শিলিগুড়িঃ শীতের শুরুতেও শিলিগুড়িতে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু তে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক বছর তিরিশের যুবকের বলে অভিযোগ। মৃতের নাম বাপ্পা রায়। তিনি ২৩ নাম্বার ওয়ার্ডের অন্তর্গত রাজীব গান্ধী বাই লেনের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে মৃতের পরিবারের সাথে দেখা করতে তার বাড়িতে যান শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শংকর বলেন, ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা লুকোচ্ছে শিলিগুড়ি পুর নিগম। শংকর ঘোষ বেরিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর পরিবারের সঙ্গে দেখা করতে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তথ্য লুকোনোর অভিযোগ অস্বীকার করলে তিনি বলেন, পুরো নিগম কোন তথ্য গোপন করে না। পাশাপাশি নিগমের পক্ষ থেকে শহরকে পরিষ্কার রাখার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। শীতের শুরুতে রাজ্যের বিভিন্ন জায়গায় ডেঙ্গুর প্রকপ কমছে। কিন্তু তাঁর মাঝে শিলিগুড়িতে ফের ডেঙ্গুরু বলিতে চিন্তায় সাধারণ মানুষ।