
ওঙ্কার ডেস্ক:ধূপগুড়ি বিধানসভা নির্বাচনে অভিষেক বন্দোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতি পালন করতে গিয়ে
সম্প্রতি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লককে মহকুমা হিসাবে ঘোষণা করেছে রাজ্য সরকার।, স্বাভাবিক কারনেই প্রয়োজন হয়ে পরেছে বিভিন্ন প্রশাসনিক কার্যালয় স্থাপনের,। আর এতেই তৈরী হয়েছে সমস্যা। প্রথমে ধূপগুড়ীর প্রাচীণ একটি ক্লাবের অধিগ্রহণ করা জমিতে রাজ্যে সরকারের পক্ষ থেকে মহকুমা আদালত গড়ে তোলার চেষ্টা করা হয়। সরকারি এই সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাড়ায় ক্লাব কর্তৃপক্ষ।
তাই এক প্রকার বাধ্য হয়েই সেই স্থান পরিত্যাগ করে এবার কৃষি প্রধান অঞ্চল বলে খ্যাত , জেলা পরিষদের নিয়ন্ত্রণে থাকা ধুপগুরি প্রিন্সিপ্যাল মার্কেট ইয়ার্ডের মধ্যে মহকুমা আদালত সহ অন্যান্য প্রশাসনিক কার্যালয় স্থাপনের চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার । সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে এবার পথে নামলো তিনটি বামপন্থী কৃষক ও খেত মজদুর সংগঠণের নেতৃত্ব।