
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: রাত পোহালেই ধূপগুড়ি কেন্দ্রের উপনির্বাচন। নির্বাচনের জন্য জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে ডি সি ও আর সি তৈরি করা হয়েছে।সোমবার এখান থেকেই ভোটকর্মীরা ই ভি এম নিয়ে ভোটগ্রহন কেন্দ্রে রওনা দিয়েছেন।দ্বিতীয় ক্যাম্পাসের পাশেই রয়েছে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভবন। এখানে স্ট্রং রুম তৈরি করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় এখানে রাখা হয়েছে ই ভি এম ।এই ভবনেই ভোট গণনা করা হবে।
পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাসের ভেতরেই ফাঁকা মাঠে ভোট কর্মীদের গাড়ী রাখার জন্য পার্কিং জোন করা হয়েছে।
এই বিধানসভায় মোট ২৬০ টি বুথ রয়েছে।প্রতি বুথে ৪ জন করে ভোট কর্মী ভোটগ্রহনের কাজে যুক্ত থাকবেন।
এই বিধানসভায় মোট ভোটার ২ লক্ষ ৬৮ হাজার ৮৮৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৫৭৪ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৩১ হাজার ৩০৮ জন। তাছাড়া ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন।
জেলা শাসক তথা জেলার রিটার্নিং অফিসার মৌমিতা গোধরা জানিয়েছেন , সব দিক থেকেই প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন আগামীকালের উপ নির্বাচনের জন্য।