
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
আর জি কর কাণ্ড নিয়ে যখন শোকে মুহ্যমান সমগ্র বাংলা । ঠিক সেই সময় বাংলার শেষ দরবেশী সঙ্গীত সাধক কালাচাঁদ দরবেশের নামাঙ্কিত সভাগৃহে চটুলগান আসর বসিয়ে ব্যাপক সমালোচনার মুখে ধুপগুড়ির তৃনমূল পরিচালিত পুরসভা কর্তৃপক্ষ । এই ঘটনা জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়েই কালি ছেটালো বলে মনে করছেন ধুপগুড়ীর নবীন এবং প্রবীণ নাগরিকদের একটি বড় অংশ।
শুধু যে নাগরীক মঞ্চের পক্ষ থেকেই উঠছে সমালোচনার ঝড় তা নয়, খোদ জলপাইগুড়ি জেলা তৃণমুল কংগ্রেস দলের অন্যতম সাধারণ সম্পাদক অরুপ দের গলাতেও প্রতিবাদের সুর,তিনি বলেন আর জি করের আবহে ,আমি এমন অনুষ্ঠান না করার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু আমার কথা শোনা হয়নি।
ধূপগুড়ি পৌর সভার এই সঙ্গীতের আসর যে সাধারণ মানুষ ভালো ভাবে নেয়নি, তা বোঝা গেছে নতুন প্রজন্মের এক নাগরিকের কথায়।আর জি করের ঘটনায় যখন শোকস্তব্ধ রাজ্য তথা দেশ। সেই সময় সদ্য তৈরি এই পেক্ষাগৃহের উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতা ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে চটুল অনুষ্ঠান করিয়ে নতুম বিতর্কের সৃষ্টি করলো তৃণমুল পরিচালিত ধূপগুড়ি পুরসভা বলে মনে করা হচ্ছে।