
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
আর জি কর কাণ্ডের প্রতিবাদে বামপন্থী ছাত্র সংগঠনের প্রতীকী পথ অবরোধ ধূপগুড়িতে।
বৃহস্পতিবার এসএফআই ও ডি ওয়াই এফ আই এর প্রতীকি পথ অবরোধ ঘিরে উত্তেজনা ধূপগুড়িতে। আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে এদিন ধুপগুড়ি সিপিআইএম পার্টি অফিসের সামনে থেকে মিছিল বের করেন সিপিআইএম এর ছাত্র যুব সংগঠন।মিছিলটি ধূপগুড়ি শহরের রাজপথ ধরে পরিক্রমা করে ধূপগুড়ি সুপার মার্কেট মোড়ে দীর্ঘক্ষণ প্রতিকি পথ অবরোধ করে । আর জি কর হাসপাতালের কাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন সরব হয় বামেদের এসএফআই ও ডি ওয়াই এফ আই সংগঠন। সংগঠনের তরফে এদিন উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই এর জেলা সভাপতি নুর আলম, নির্মাল্য ভট্টাচার্য এস এফ আই নেতা সহ অন্যান্যরা ।