
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: বিজয়ী বিধায়ক শপথ নিতে না নিতেই মহকুমা হিসাবে ঘোষণা করা হলো ধুপগুড়িকে। সম্প্রতি ধুপগুড়িতে বিধানসভা আসনের উপ নির্বাচনী জনসভায় এসে তৃণমুল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের বলেছিলেন, তিন মাসের মধ্যে ধুপগুড়িকে মহকুমা শহরের মর্যাদা প্রদান করা হবে।
রাজনৈতীক বিশেষজ্ঞদের মতে অভিষেক বন্দোপাধ্যায়ের সেই প্রতিশ্রুতির ওপর ভরসা করেই উপ নির্বাচনে তৃণমুল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়কে বিপুল ভোটে জয়ী করে ধুপগুড়ির মানুষ।এবার সদ্য জয়ী বিধায়কের বিধান সভায় সদস্য রূপে শপথ নেওয়ার আগেই সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন বানারহাট এবং ধুপগুড়ি মিলে নতুন মহকুমা তৈরি হওয়ার কথা।এরপরেই আনন্দ উচ্ছাসে মেতে ওঠে ধুপগুড়ির আপামর জনসাধারণ।