
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: ধূপগুড়ি উপনির্বাচনের আগে তৃণমূলে বড়সড় ভাঙন।তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক মিতালী রায়।রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগদান করলেন মিতালী।উল্লেখ্য শনিবার মিতালি প্রচারে গিয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দল পরিবর্তন করলেন মিতালি। । । ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ধূপগুড়িতে তৃণমূলের বিধায়ক ছিলেন মিতালী রায়।
ধূপগুড়ি উপনির্বাচনের মাত্র ৪৮ ঘণ্টা আগে তৃণমূলের প্রাক্তন বিধায়ককে দলে টানতে পারাটা নিজেদের সড়সড় সাফল্য হিসেবেই মনে করছে বিজেপি।অপরদিকে এই দল পরিবর্তন নিয়ে তৃনমূলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।