
গোপাল শীল দক্ষিণ ২৪ পরগনা : ৩ মার্চ গভীর রাতে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের কোয়ার্টার নম্বর ২০৪ থেকে উদ্ধার হয় ডায়মন্ডহারবার মেডিকেল কলেজের মেডিসিনের চিকিৎসক কল্যাণাশিস ঘোষের দেহ। এই ঘটনার তদন্তে নেমে ডায়মন্ডহারবার থানার পুলিশ গ্রেপ্তার করে চিকিৎসকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে থাকা প্রেমিকা রিয়া দাস ও তার স্বামী অভিজিৎ দাসকে। ধৃতদের ডায়মন্ড হারবার মহকুমার আদালতে তোলা হলে অভিজিৎ দাসকে ১০ দিন ও রিয়া দাসকে ৯ দিনের হেফাজতে নেয় পুলিশ। অভিজিৎ ও রিয়ার ঘনিষ্ঠ বন্ধু কলকাতা পুলিশের কনস্টেবল বাকিবিল্লা বোরহানিকেও হেফাজতে নেয় তারা।
চিকিৎসকের মেয়ের অভিযোগের ভিত্তিতে মোট ৬ জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করে ঘটনার তদন্তে নামে ডায়মন্ড হারবার থানার পুলিশ। এরপর চিকিৎসক মৃত্যুর তদন্ত ভার নেয় সিআইডি। গত বৃহস্পতিবার সিআইডির গোয়েন্দা অফিসাররা ডায়মন্ড হারবার থানায় এসে এই মামলার সমস্ত নথি ডায়মন্ডহারবার থানা থেকে সংগ্রহ করে।
এরপর শুক্রবার অভিযুক্ত তিনজনকেই আদালতে পেশ করে পুলিশ। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে আবেদন করে সিআইডি অফিসাররা। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক।