
স্পোর্টস ডেস্ক :ইতিহাস তৈরী করলো সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ডহারবার এফসি। ৩ বছরের মধ্যে দল তৈরী করেই আই লিগে খেলবে বাংলার এই ক্লাব।রবিবার আই লিগ ২-জিতে সেই ট্রফি সোশ্যাল মিডিয়ায় দেন অভিষেক।সেখানে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের একটি জার্সি পরে ছবি দেন ডায়মন্ডহারবারের সাংসদ,যার বুকের কাছে খোদাই করে লেখা ‘চ্যাম্পিয়ন্স’। অভিষেকের নাম এবং পদবির আদ্যক্ষর অনুসারে ‘এবি’ লেখা রয়েছে জার্সির ডান দিকেসেটাই আজ বাস্তব। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব এখন আই লিগ ২ চ্যাম্পিয়ন। ঘামের প্রতিটা বিন্দু, প্রতিটা চ্যালেঞ্জ এবং প্রতিটা মুহূর্ত আজ আমাদের এখানে এনেছে। এটা তো সবে শুরু!”
গত ১১ এপ্রিল এসএটি তিরুরকে হারিয়েই আই লিগ ২ জয় নিশ্চিত করে ফেলেছিল ডায়মন্ড হারবার। ১৯ এপ্রিল চানমারিকে হারিয়ে আনুষ্ঠানিক ভাবে আই লিগ ২ জেতে ডায়মন্ড হারবার। অপরাজিত থেকে প্রতিযোগিতা শেষ করে তারা। ১১টি ম্যাচ জিতেছে এবং পাঁচটি ড্র করেছে।