
নিজস্ব সংবাদদাতা:সল্টলেক: বুধবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।তারপর সাংবাদিক দের মুখোমুখি হয়ে রাজ্য ও রাজনীতি নিয়ে একাধিক মন্তব্য করেন।
অভিষেক বন্দোপাধ্যায়কে ইডি-র তলব প্রসঙ্গে বলেনএটা নতুন কিছু নয় ।অনেককেই ডাকা হচ্ছে তার মধ্যে অভিষেক ও আছেন।
মহুয়া মিত্র কে কংগ্রেসের সমর্থন দেওয়া প্রসঙ্গে বলেন উনি কংগ্রেসের পুরানো সদস্য। তৃণমূল যদি ওনার বিরুদ্ধে যদি ব্যাবস্থা নেয় তাহলে কংগ্রেসে চলে যাবেন। তবেদেশের রাজনীতি, সংসদ কে যারা অপমান করছে তাদের মানুষ ক্ষমা করবে না।
দীপাবলির আগে রাজ্যের বকেয়া টাকা পাওয়া নিয়ে কটাক্ষ করে বলেন রাজ্য সব সময় টাকা পায়, নিয়মিত পায়, কিন্তু সেই টাকার কোনও হিসেব দেয়না। কোথায় টাকা যায় সেটা জানা যায় না। তাই মাঝে মধ্যে কেন্দ্র কিছু কড়াকড়ি করে।এছাড়াও বকেয়া টাকা নিয়ে অভিষেকের আন্দোলন প্রসঙ্গে বলেন এই রাজ্যে সবচেয়ে বেশি চুরি হয়,উন্নয়ন হয়না ।তাই টাকা আটকে রাখা হয়েছিল।এখন দেওয়া হচ্ছে।