
অনসূয়া সিনহা, ওঙ্কার বাংলা:লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক বাকবিতণ্ডায় এমনিতেই উত্তপ্ত আবহাওয়া, তারই মধ্যেই একেবারে কালবৈশাখী ঝড় তুলে দিলেন বর্ধমান দুর্গাপুর আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করলেন ব্যক্তিগত আক্রমণ। পাল্টা জবাব চন্দ্রিমার।সামনেই নির্বাচন আর তার আগেই একেবারে নিজস্ব ফর্মে গেরুয়া শিবিরের দিলীপ ঘোষ। সকাল সকাল মর্নিং ওয়াক সেরে গরম চায়ের কাপে চুমুক দিয়েই মুখ দিয়ে বের করলেন গরম গরম কথা। মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়ে তার বক্তব্য দিদির হাত ধরে প্রার্থী হয়েছেন যারা তারা মুখ থুবড়ে পড়বেন দিদির বাড়ির লোকই দিদিকে ধাক্কা দেন, বাংলার মানুষ কখন ধাক্কা দিয়ে দেবেন তিনি বুঝতেই পারবেন না।তবে এদিন তৃনমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে পরিচয় নিয়ে বেফাঁস মন্তব্য করেন তিনি।দিলীপ ঘোষের এদিনের মন্তব্যর প্রতিবাদ করে মুখ খুলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য্য। কড়া ভাষায় তিনি দিলীপ ঘোষকে সাবধান হতে বলেন।
এই আক্রমনের এখন কি কি প্রতিক্রিয়া আসে রাজনৈতিক মহলে সেটাই দেখার।