
ওঙ্কার ডেস্ক:ব্রিগেডে সমাবেশ করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য বহু বছর ধরে। যতদিন পার্টি আছে এটা করবেন উনারা” – রবিবার বামেদের ব্রিগেড নিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে বগদা এলাকায় বিজেপি কর্মীদের সঙ্গে চা চক্রে এসে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, এর আগেও বিধানসভা ভোটের আগে ব্রিগেডে সমাবেশ করেছেন বামপন্থীরা। ব্রিগেড মাঠ ভরিয়েও দিয়েছিলেন। ব্রিগেডে সমাবেশ করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য আছে বহু বছর ধরে। যতদিন পার্টি আছে এটা চেষ্টা করবেন উনারা।