
সোমনাথ মুখোপাধ্যায়, ওঙ্কার বাংলাঃ সত্যি হতে চলেছে জল্পনা! কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ! হাঁ ঠিকই শুনছেন ঠিকই পরছেন। বিজেপি সূত্রের খবর, চব্বিশের লোকসভা নির্বাচনের আগে মোদী মন্ত্রীসভার নতুন মুখ বিজেপির সদ্য প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে সাংগঠনিক নেতৃত্বে রদবদল করল গেরুয়া শিবির। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নতুন কর্মসমিতির তালিকা প্রকাশ করলেন শনিবার সকালে। সেই তালিকা সর্বভারতীয় সহ-সভাপতি পদে নাম নেই দিলীপ ঘোষের। সূত্রের খবর, আগষ্টের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রী সভার রদবদল করতে চলেছেন মোদী শাহ ব্রিগেড। খবর ছিল বাংলা থেকে একজন মন্ত্রীর সভায় ঠাঁই পেতে চলেছেন একজন। তিনি একটি মন্ত্রকের পূর্ণ মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। সূত্রের খবর সেই তালিকায় নাম ছিল, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, দার্জিলিং’র সাংসদ রাজু বিস্তা এবং হুগলীর সাংসদ লকেট চট্ট্যোপাধ্যায়ের। শনিবার কর্মসমিতির তালিকা থেকে দিলীপ ঘোষের নাম বাদ পড়তেই শুরু হয়েছে জল্পনা কয়েক গুন বাড়িয়ে দিল।
যদিও দিলীপ ঘোষের দাবি, “শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যাঁরা লোকসভা নির্বাচনে অংশ নেবেন, তাঁদের কর্মসমিতিতে না রাখার”। কিন্তু বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের যুক্তি মেনে নিতে চায়নি রাজনৈতিক মহল। কারণ কর্মসমিতিতে নাম রয়েছে অনুপম হাজরার। সূত্রের খবর, আগামী লোকসভা নির্বাচনে বোলপুর আসন থেকে পদ্ম চিহ্নের প্রার্থী হবেন অনুপম।