
সুনন্দা দত্ত, শ্রীরামপুর : পাখির চোখ লোকসভা ভোট। সেই লক্ষ্যেই নাম ঘোষণার পর থেকেই জোরদার প্রচার শুরু করেছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দীপ্সিতা ধর। শনিবারও প্রচারে ঝড় তুললেন যুব নেত্রী। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগও করলেন। এই প্রচারে সাধারণ মানুষের পাশাপাশি যুবদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপ্সিতা জানান, প্রচারে বেরিয়ে দুপুরের খাবারটা কমরেড বা সাধারণ মানুষের বাড়িতেই খান। তাঁর পছন্দের আলুপোস্ত রেঁধে খাওয়ান অনেকেই বলে জানান বাম প্রার্থী।
পাশাপাশি তৃণমূলকে আক্রমণ করে দীপ্সিতা বলেন, ‘সাধারণ মানুষের পকেট মেরে রাজনীতি করে তৃণমূল। বাংলার মানুষ এই খেলা বুঝে গেছেন। আসন্ন ভোটে তার জবাবও দেবেন’।