
প্রদীপ মাহাতো, পুরুলিয়া : ফের বাঘের আতঙ্ক পুরুলিয়ার মানবাজারে। বান্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গল ছেড়ে এবার মানবাজার দু’নম্বর ব্লকের কৃষ্ণপুর, লালডুংরী, হাতিরামগোড়া গ্রাম সংলগ্ন এলাকায় বাঘের আনাগোনা। রবিবার সকালে চাষের জমিতে গিয়ে গ্রামবাসীরা দেখতে পান বাঘ মামার পায়ের থাবা। তৎক্ষণাৎ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে উপস্থিত হন বনদফতরের কর্মীরা। ইতিমধ্যেই বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেছেন বনদফতরের কর্মীরা এবং এলাকায় বনদফতরের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। বন কর্মীরা সন্দেহ করছেন, মানবাজার দু নম্বর ব্লকের এই সমস্ত এলাকায় গভীর জঙ্গলের সংখ্যা কম। তবে বাঘ কি মানবাজার দু’নম্বর ব্লকের হাতিরামগোড়া, জঙ্গলেই রয়েছে নাকি ইউটার্ন নিয়ে রাইকার জঙ্গলে প্রবেশ করেছে? উত্তর এখনও অধরাই।
ভিডিও দেখুন-