
উজ্জ্বল হোড় , জলপাইগুড়ি : বর্তমান ভারত-পাকিস্থান যুদ্ধের পরিস্থিতিতে উদ্বেগের সঙ্গে সতর্কবার্তা দিলেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান। জঙ্গীদের স্লিপার সেল সক্রিয় হয়েছে বলে পুলিশ এবং পৌরসভাসহ সাধারণ মানুষকেও সতর্ক করেলেন তিনি। শনিবার দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে জলপাইগুড়ি পুরসভার অফিসে দমকল বাহিনীর পক্ষ থেকে মক ড্রিল করা হয়। আগুন নিয়ন্ত্রণে আনার কৌশল শেখানো হয় মক ড্রিলের সাহায্যে। এ প্রসঙ্গে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন- আজকে আগুন নিয়ন্ত্রণে আনার কৌশল শেখানো হলো মক ড্রিলের মধ্যে দিয়ে।
এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শনিবার জলপাইগুড়ি পৌরসভার সকল কাউন্সিলর এবং বিভিন্ন ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত সেনেটারি সুপারভাইজার দের বলা হয়েছে,বাড়ীতে নতুন ভাড়াটিয়া রাখলে তাঁদের যাবতীয় তথ্য পুলিশ এবং পৌরসভাকে দিতে হবে। কারন এই মুহূর্তে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, এই সময়ে জঙ্গিদের স্লিপার সেল গুলো অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। সেই কারণেই যারা পাড়ায় ভারা আসছে, তাদের মধ্যে কোনও রকম অসঙ্গতি লক্ষ্য করলে পুরসভায় জানাতে বলা হয়েছে। কারন জঙ্গিদের স্লিপার সেল গুলো স্থানীয় মানুষের সাহায্য ছাড়া কাজ করতে পারে না। পাড়ায় নতুন ভাড়াটিয়া এলে তার আধার কার্ড, ভোটার কার্ড, কোন রাজ্যের বা কোন জেলার সেই তথ্য পৌরসভা এবং পুলিশের কাছে জানাতে বলছি।