
সুরজিৎ দাস,নদীয়া:নদীয়ার শিকারপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে সমস্যার মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জানা গেছে শিকারপুরের মামলাগোড়া অঞ্চলে প্রায় ৩০০ পরিবারের বসবাস। চৈত্র মাস এলে তীব্র গরমে ,এখানকার টিউবয়েল গুলি থেকে জল ওঠে না। তখন স্থানীয় মাথাভাঙ্গা নদীই গ্রামবাসীদের ভরসা। ওই নদীটি ভারত – বাংলাদেশের জিরো পয়েন্টে অবস্থিত। কাঁটাতারের বেড়া দেওয়া হলে, সেই নদীতে যাতায়াত করতে অসুবিধা হবে তাদের। গ্রামবাসীদের দাবি কাঁটাতারের মাঝে একটি লোহার গেট বসাতে হবে।গেট না বসিয়ে কাঁটাতার বসালে মাথাভাঙা নদীর জল ও নদী সংলগ্ন একটি শ্মশান ব্যবহার করতে পারবেন না তাঁরা। সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে,গ্রামবাসীদের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তবে এখন একটি অংশ ছেড়ে বাকি অংশে কাঁটাতার বসানোর কাজ শুরু করার পরিকল্পনা নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।শিকারপুর বিডিও অফিসের পাশে মাথাভাঙা নদীর পাড়ে প্রায় ১.৩ কিলোমিটার জায়গাতে এতদিন কাঁটাতারের বেড়া ছিল না। জমি অধিগ্রহণ নিয়েও সমস্যা ছিল। বিএসএফ-বিজিবি দীর্ঘ আলোচনার পরে জটিলতা কাটিয়ে অবশেষে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। কিন্তু গ্রামবাসীদের চাপে পড়ে সীমান্ত রক্ষা বাহিনী তারকাটা বসানোর কাজ সাময়িকভাবে বন্ধ রেখেছে।