
সুরজিৎ দাস, ওঙ্কার বাংলা: এক ছাত্রীকে হেনস্থার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। আর তার জেরে অপমানিত ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে ঝাঁপ দেয়। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার হরিণঘাটা মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ পড়ুয়াদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রী দুর্গাপুরের বাসিন্দা। বয়স ২৪ বছর। বিশ্ববিদ্যালয়ের মাস্টার ডিগ্রীর প্রথম বর্ষের ছাত্রী ছিল সে। অভিযোগ, সোমবার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন ওই ছাত্রীকে হেনস্থার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। এরপর সন্ধ্যা নাগাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫ তলা ভবনের উপর থেকে ঝাঁপ দেন ওই ছাত্রী। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পড়ুয়ারা ছুটে আসে। তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে নিয়ে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সামনে ১২ নম্বর জাতীয় রাস্তা অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। পরে হরিণঘাটা থানার পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। ঠিক কী কারণে ওই ছাত্রীর মৃত্যু তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ছাত্রীর মৃত্যুর বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন কলেজের রেজিস্ট্রার এবং উপাচার্য।
ভিডিও দেখুন-