
বিক্রমাদিত্য বিশ্বাস, উত্তর দিনাজপুর: পারিবারিক অশান্তির জেরে নিজের ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ। এমন অমানবিক ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার উত্তর ডাইটন গ্রামে। দুই ভাই, বোন ও জামাইয়ের বিরুদ্ধে রডের আগাত ও পিটিয়ে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম বীরেন মোদক।
উল্লেখ্য চলতি মাসের ১৩ তারিখে বাড়ির নালা কাটা নিয়ে বিবাদ বাদে তাঁদের। সন্ধ্যা হতেই সেই বিবাদ চরম আকার নেয়। অভিযোগ সেই বিবাদ চলাকালীন দুই ভাই, বোন ও জামাই মিলে আচমকা লোহার রড নিয়ে হামলা চালায় বীরেন মোদকের উপর। স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রীর ওপরেও হামলা চালায় অভিযুক্তরা বলে অভিযোগ করেন। এরপর বীরেন মোদক কে গুরুতর জখম অবস্থায় ডালখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বীরেন মোদকের শারীরিক অবস্থা ভালো না থাকায় উত্তরবঙ্গ মেডিক্যালের স্থানান্তরিত করে চিকিৎসকেরা।
শুক্রবার ভোরে চিকিৎসার অভাবে মারা যায় বীরেন মোদক। শনিবার ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর দেহটি নিহতের স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে এই ঘটনায় নিহতের দাদা ও ভাই সহ বেশ কয়েকজনের নামে ডালখোলা থানায় অভিযোগ করেন নিহত বীরেন মোদকের স্ত্রী মন্জা দেবী মোদক। অভিযোগের পর পলাতক অভিযুক্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।