
নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার জেলায় জেলায় পুজো কার্নিভাল। যা নিয়ে প্রত্যেক জেলায় উন্মাদনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপ মহকুমার মধ্যে এই প্রথম শুরু হতে চলেছে দুর্গা পুজোর কার্নিভাল। যে সকল পুজো কমিটির নাম রয়েছে এই তালিকায় তাদের মধ্যে রয়েছে কাকদ্বীপের চারটি, কুলপির দুটি,লক্ষীকান্তপুরের দুটি এবং গঙ্গাসাগর,পাথরপ্রতিমা,নামখানা, মন্দিরবাজার,মথুরাপুর ও রায়দিঘির একটি পুজো রয়েছে। কাকদ্বীপ গোলপার্ক এর কাছ থেকে প্রায় দু কিলোমিটার এই কার্নিভাল যাবে। এদিন সকালেই আসেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
কার্নিভালকে ঘিরে বৃহস্পতিবার শিলিগুড়িতেও একই রকম উৎসাহ চোখে পড়েল। শিলিগুড়ির যে সমস্ত বিগ বাজেটের পুজো রয়েছে সেই পুজোগুলো এই কার্নিভালের তালিকায় রয়েছে।শিলিগুড়ি ভেনাস মোড় থেকে শুরু হয়ে হিলকার্ট হয়ে ইয়ার ভিউ মরে গিয়ে এই শোভাযাত্রা শেষ হবে। প্রত্যেকটি ক্লাবকে ১০ মিনিট করে সময় দেওয়া হবে তাদের বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করার। জলপাইগুড়িতেও কার্নিভালেকে নিয়ে দেখা গেল একই উন্মাদনা।