
নিজস্ব প্রতিনিধি : আরজিকর ঘটনার প্রতিবাদের কর্মবিরতি করা ডাক্তারদের কর্মবিরতি সরিয়ে কাজে যোগ দিতে বলেছে সুপ্রিম কোর্ট। আর সুপ্রিমের এই রায়কে স্বাগতজানালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। এদিন ডোনা বলেন,’উচিত তো কারণ মানুষের রোগ তো কমছে না। আর রেপ টেপ তো সব জায়গায় হয়। কিন্তু পশ্চিমবঙ্গর মত এতো প্রতিবাদ কোথায় হচ্ছে। যদিও প্রতিবাদ আমাদের কাছে গর্বের। আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পাওয়া যাবে।’ এদিন নিজের এক নাচের অনুষ্ঠানে বলেন ডোনা। এদিকে কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভ আরজিকর নিয়ে বললেন,‘এমন শাস্তি দেওয়া হোক, গোটা পৃথিবীর কাছে যেন দৃষ্টান্ত হয়ে থাকে।’ সমাজ মাধ্যম ফলো না করলেও, আরজিকর কাণ্ড নিয়ে ফের একবার সরব হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর আগের মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল, এরপরই তিনি জানান, ভুল ব্যাখ্যা করা হয়েছে। সেইসঙ্গে দোষীর কঠোরতম শাস্তি দাবি করেছিলেন। সোমবার এক অনুষ্ঠানে এসে তিনি আরও বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়া ফলো করি না কিছু বলতে পারব না।’