
নিজস্ব প্রতিবেদক, ওঙ্কার বাংলা: আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন তিনি। শুরু হয়েছে ট্রাম্প প্রশাসনে কারা আসতে পারেন সম্ভাব্যদের নাম নিয়ে চর্চা। এই আবহে আমেরিকার সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ এর একটি প্রতিবেদন নিয়ে শুরু হয়েছে জল্পনা। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প প্রশাসনে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ’ -এর নতুন অধিকর্তা হতে পারেন বাংলার জয় ভট্টাচার্য।
জয় ভট্টাচার্যের জন্ম কলকাতায়। বর্তমানে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের
সঙ্গে যুক্ত রয়েছেন। শুধু তাই নয় ছাপান্ন বছর বয়সী এই বাঙালি আমেরিকার ন্যাশনাল ব্যুরো অফ ইকনমিক রিসার্চের সঙ্গে যুক্ত রয়েছেন। সেই সঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে এমডি এবং অর্থনীতি বিষয়ক পিএইচডি ডিগ্রি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি গবেষণা করেছেন। তবে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ’ -এর অধিকর্তা হওয়ার বিষয়ে কিছু বলেননি জয়। দ্য ওয়াশিংটন পোস্ট এর প্রতিবেদন অনুযায়ী, আগামী দিনে ওই প্রতিষ্ঠান কীভাবে চলবে সে বিষয়ে পরামর্শ দিয়েছেন জয়।
সূত্রের দাবি, মার্কিন মুলুকের ‘ডিপার্টমেন্ট অফ হেল্থ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস’ পরিচালনা করার জন্য আগে পরিচালক বেছে নিয়েছেন ট্রাম্প। জল্পনা ওই পদে রবার্ট এফ কেনেডিকে নেওয়া হয়েছে। আর এনআইএইচ রয়েছে এই বিভাগের অধীনেই। স্বাস্থ্যবিদ জয় ভট্টাচার্য সম্প্রতি কেনেডির সঙ্গে বৈঠক করেন। এর ফলে তাঁর ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ’ -এ যোগ দেওয়ার বিষয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।