
ওঙ্কার বাংলা ডেস্ক: ভারতের শুল্ক নীতি নিয়ে এবার ‘বন্ধু’ মোদী সরকারকে হুঁশিয়ারি দিলেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতকে হুঁশিয়ারি দিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কর নিলে কর দিতেও হবে’। সম্প্রতি, আমেরিকার বেশ কয়েকটি পণ্যর উপর আমদানি শুল্ক বাড়িয়েছে নয়াদিল্লি৷ এবার তা নিয়েই ভারতের বিরুদ্ধে সরব হন ট্রাম্প৷
সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বিষয়টি পারস্পরিক৷ ওরা আমাদের উপর শুল্কের পরিমাণ বাড়ালে, আমরাও তা-ই করব৷ ওরা যতটা শুল্ক বাড়াবে, আমাদের দিক থেকেও এই বৃদ্ধির হার একই রকম রাখা হবে৷ প্রায় সব বিষয়েই ওরা আমাদের উপর শুল্ক চাপাচ্ছে৷ কিন্তু, মার্কিন প্রশাসনের তরফে এমনটা কখনওই করা হয়নি৷’
তাঁর আরও সংযোজন, ‘পারস্পরিক শব্দটির গুরুত্ব অপরিসীম৷ যদি কেউ আমাদের উপর ১০০ শতাংশ শুল্ক চাপিয়ে দেয়, বদলে আমরা কিছুই করব না? ভারত ও ব্রাজিল শুল্কের পরিমাণ অনেকগুণ বাড়িয়ে দিয়েছে৷ তবে আমেরিকার উপর এর কোনও প্রভাব পড়বে না৷ বরং, পাল্টা জবাবে আমরাও সেই একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি৷’
আমেরিকার অভিবাসন নীতি নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন ট্রাম্প। মূলত ভোটের প্রচার থেকে একাধিকবার এই বিষয়ে মন্তব্য করেছিলেন তিনি। মসনদে বসলে কড়া অভিবাসন নীতি প্রণয়ন করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে ফেরত পাঠানোর পক্ষেও সওয়াল করেছিলেন। ট্রাম্প এই প্রতিশ্রুতি পূরণ করলে ১৮ হাজার ভারতীয় সমস্যার মুখে পড়বেন।