
টুপাই হোড়,রায়মাটাং: ডুযার্সের রায়মাটাং চা বাগানে পূর্ণবয়ষ্ক হাতির রহস্য মৃত্যু। পরিবেশ প্রেমীদের অনুমান বিষ দিয়ে মাদী হাতি টিকে হত্যা করা হয়েছে।
চা বাগান বুনো হাতির রহস্য মৃত্যু। চ্যাঞ্চল্য এলাকায়। ডুযার্সের কালচিনি রায়মাটাং চা বাগানে পাঁচ নং সেকশনে চা শ্রমিকরা এক পূর্ণবয়ষ্ক হাতির মৃতদেহ দেখতে পায়। খবর দেয় হয় বনদফতরে। ঘটনাস্থলে যান বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ও আধিকারিকরা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের অ্যডিশনাল ডিএফও নবীকান্ত ঝা জানান এটি স্ত্রী হাতি এবং অনুমান করা হচ্ছে একদিন আগে মৃত্যু হয়েছে।
মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। স্থানীয় পরিবেশ প্রেমীদের অনুমান বিষ দিয়ে হাতি টিকে হত্যা করা হয়েছে।