
উজ্জ্বল হোড়, ডুয়ার্সঃ এক সময় গৃহস্তের রান্না ঘরের মাছ চুরির একচ্ছত্র আধিপত্য ছিল বিড়ালকুলের। তবে সময়ের সঙ্গে পাল্টেছে গৃহস্থের রান্নাঘর, এসেছে মডিউলার কিচেন। যে কারনে বিড়ালের মাছের খোঁজ আজ প্রায় অতীত। তবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে বেড়ালের হাত থেকে মাছ রক্ষা করা গেলেও, রান্নাঘরে এবারে হানা দিতে দেখা গেলো গজরাজকে । সোমবার সাতসকালে ব্রেক ফাস্টের খোঁজে চিরুনি তল্লাশী গজরাজের। তাও আবার যে সে জায়গায় নয়, সিধা সেনা আবাসনের জানালায় !
প্রসঙ্গত, উত্তরের ডুয়ার্সের বিভিন্ন জনপদ সহ সেনা ছাউনিতে বেড়েই চলেছে মানুষ ও বন্য প্রাণের সংঘাত। জলপাইগুড়ির জেলার বনাঞ্চল এলাকায় খাবারের সন্ধানে নিত্য দিন হানা দিচ্ছে বন্য প্রাণ। খাদ্যের সন্ধানেই এমন চিত্র বারবার ধরা পড়ছে উত্তরের বিভিন্ন জায়গায়।