
নিজস্ব প্রতিনিধি :রথ দেখা কলা বেচা দুটোই হল।পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিন পালন হল একইসঙ্গে এদিন দূর্গা পুজোয় সৃজিতের আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি ‘দশম অবতার’- র ট্রেলার প্রিভিউও হল। আয়োজন করেছিল প্রযোজনা সংস্থা এসভিএফ। হাজির ছিলেন ছবির অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য যিশু সেনগুপ্ত, জয়া আহসান । ছবির গায়ক রূপম ইসলাম। রূপম ছাড়াও এই ছবিতে গান গাইবেন , অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল। সৃজিতের ছবি মানেই গানের আলাদা গুরুত্ব থাকবেই সেখানেই। ২২ শে শ্রাবণ এবং ভিঞ্চি দার মিশেলে তৈরি হতে চলেছে এই ছবি। সৃজিত মুখোপাধ্য়ায়ের সিনেমা মানেই ছবি ঘিরে দর্শকদের প্রত্য়াশা অনেক বেশি। সৃজিত ও তাই সব সময় চেষ্টা করেন দর্শকদের ভালো ছবি উপহার দেওয়ার। সৃজিতের এই থ্রিলারধর্মী ছবিতে দেখা যাবে, ‘বাইশে শ্রাবণ’-এর প্রবীর রায়চৌধুরী এবং ‘ভিঞ্চি দা’-র ডিসিডিডি পোদ্দারকে একসঙ্গে রহস্যের সমাধান করতে।আগামী ১৯ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।