
ওঙ্কার ডেস্ক:আর জি কর হাসপাতালে এক ডাক্তারী পড়ুয়াকে ধর্ষণ ও খুন করার প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলো ছাত্র ছাত্রীরা।আর সেই মতোই এদিন সকাল থেকে নবান্ন অভিযান ঘিরে ছাত্র ছাত্রীদের উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এদিন নবান্ন মুখী হতে দেখা যায় হাজার হাজার ছাত্র ছাত্রীকে ।দক্ষিণের দুই মেদিনীপুর ,হুগলী,হাওড়া থেকে শুরু করে উত্তরের জলপাইগুড়ি ,শিলিগুড়ি সর্বত্র ছিলো একই ছবি ।এদিন সকাল বেলা বৃষ্টিকে মাথায় নিয়ে জেলার বিভিন্ন রেল স্টেশন ও বাসস্টপেজ গুলিতে ছিলো আন্দোলনকারীদের ভিড়। তবে তাদের হাতে ছিলনা কোন দলীয় পতাকা। জাতীয় পতাকা হাতে নিয়েই এদিন নবান্নমুখী ছিল তারা। অপরদিকে ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের নবান্নে যেতে বাধা দিচ্ছে পুলিশ। তাদের অভিযোগ বিভিন্ন অজুহাতে তাদের নবান্নে যেতে বাঁধা দিচ্ছে পুলিশ।
এছাড়াও ছাত্রদের অভিযোগ রাস্তায় বাস থামিয়ে তাদের আটকে দেওয়া হচ্ছে।বাস থেকে জোর করে নামিয়ে দিচ্ছে পুলিশ।
তবে এরই মাঝে ট্রেন ও বাসে করে আসতে দেখা যায় ছাত্র ছাত্রীদের।তাদের হাতে ছিল জাতীয় পতাকা আর মুখে ছিল স্লোগান “উই ওয়ান্ট জাস্টিস।