
স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ১৯ বছর পর ডুরান্ড কাপের ফাইনালে হতে চলেছে বাংলার ডার্বি। রবিবার যুবভারতীতে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দুই শত বর্ষের ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এর আগে সাংবাদিক বৈঠক করে কার্যত ডুরান্ডের আয়োজক কমিটির ওপর ক্ষোভ প্রকাশ করল ইস্টবেঙ্গল। নাম না করেও প্রতিবেশী ক্লাবকে কটাক্ষ করল লাল-হলুদ শিবিরের কর্তারা।
ডুরান্ডে কোন একটি বিশেষ দলকে অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বলে ডুরান্ড আয়োজক কমিটির বিরুদ্ধে অভিযোগ করেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার।ডুরান্ডের এই মরশুমে যা হয়েছে, সেই সব ঘটনা যেন ম্যাচের দিন পুনরাবৃত্তি না পায় সে বিষয় নজর রাখতে ডুরান্ডের আয়োজক কমিটির কাছে অনুরোধ করল লাল-হলুদ শিবির।
এদিন টিকিট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে ম্যাচে উন্নত মানের রেফারিং সহ একাধিক দাবি নিয়ে শনিবার ডুরান্ডের আয়োজক কমিটির কাছে অভিযোগ জানালেন ইস্টবেঙ্গলের করলাম কর্তারা।