
স্পোর্টস ডেস্ক: ট্রফি জয় দিয়ে নতুন মরশুম শুরু করলো মোহনবাগান সুপার জায়ান্ট। রবিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা চিরপ্রতিদ্বন্দী ইস্টবেঙ্গল কে ১-০-য় হারিয়ে জিতে নিল ডুরান্ড কাপের খেতাব। ম্যাচের শেষ ৪০ মিনিট দশ জনে খেলেও রীতিমতো লড়াকু জয় পেল তারা। ম্যাচ শেষে টিম মোহনবাগান জানালেন তাঁদের পরিকল্পনার কথা। বাগান কোচ হুয়ান ফেরান্দ জানালেন,’দ্বিতীয়ার্ধ অন্য পরিকল্পনা নিয়ে শুরু করতে চেয়েছিলাম। কিন্তু থাপার লাল কার্ডের আমাদের পরিকল্পনা একটু পরিবর্তন করতে হয়। তবে সামনে এএফসি কাপ, তারপর আইএসএল, আমাদের আরও উন্নতি করতে হবে।গোটা প্রতিযোগিতাতেই অনেক কঠিন দলের বিরুদ্ধে খেলেছি আমরা। মুম্বই সিটি, এফসি গোয়া, ইস্টবেঙ্গল- কারও বিরুদ্ধেই জেতা সহজ হয়নি। নিজেদের বার বার কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। তবে আগেও বলেছি এটা প্রাক মরসুম প্রস্তুতি। খেলোয়াড়েরা চাপের মুখে নিজেদের সেরাটা দিয়েছে। এখনও উন্নতির অনেক জায়গা রয়েছে।’৭১ মিনিটে সবুজ মেরুন ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতোস গোল করে চ্যাম্পিয়ন করেন। ম্যাচের শেষে পেত্রাতোস বলেন, “যে কোনো মূল্যে জিততে চেয়েছিলাম। এই ধরনের বড় ম্যাচে সমর্থকদের একটা আলাদা আবেগ থাকে।’