
প্রতীতি ঘোষ, টিটাগড় :
কয়লা,রেশন,শিক্ষা দুর্নীতির পর এবার সরকারি অনুদানে ও দুর্নীতির অভিযোগ । সরকারি অনুদানের টাকা ঢুকেছে তৃনমূল কাউন্সিলরের স্বামীর ব্যক্তিগত একাউন্টে বলে অভিযোগ । এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।।সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টে দেখা যাচ্ছে ২০২৩ সালের দূর্গা পূজো অনুদানের ৭০ হাজার টাকা ওই ওয়ার্ডের তৃণমুলের কাউন্সিলর মৌসুমী ভট্টাচার্যের স্বামী দেবব্রত ভট্টাচার্যের ফার্ম দেবমাল্য এন্টারপ্রাইজের নামে দেওয়া হয়েছে। ওই ফার্মের মালিক টিটাগড় পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী দেবব্রত ভট্টাচার্য ওরফে দেবু। প্রশ্ন উঠেছে শিক্ষা, খাদ্য,কয়লা এবং গরু পাচার দুর্নীতির পাশাপাশি পুজো অনুদানের ক্ষেত্রেও কি দুর্নীতি মাথা চাড়া দিল ? দায়ি কে প্রশাসন নাকি স্থানীয় পুরসভা ? । এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মধ্যে। এছাড়াও পুজো অনুদানের চেক পুজো কমিটির নামে ইস্যু না হয়ে,কি করে একটি ফার্মের নামে ইস্যু করা হয়েছিল সেই প্রশ্ন ও উঠতে শুরু করেছে। সোস্যাল মিডিয়ার দৌলতে ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। প্রসঙ্গত ২০২৩ সালে ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমুল কাউন্সিলরের স্বামী দেবব্রত ওরফে দেবু বিবেকনগর সার্বজনীন দূর্গা পূজা কমিটির কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। দেখা যাচ্ছে চেকটি ব্যারাকপুর ট্রেজারি থেকে “দেবমাল্য এন্টারপ্রাইজের” নামে ইস্যু করা হয়। ইস্যু হওয়া চেকটিতে মালিকের নামও উল্লেখ করা রয়েছে। তাহলে কি কাউন্সিলরের স্বামী হওয়ার সুযোগে ,প্রভাব খাটিয়ে দেবব্রত ভট্টাচার্য পুজো অনুদানের সরকারি টাকা নিজের ফার্মের নামে লিখিয়ে আত্মসাৎ করেছে, এখন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে