
অরূপ ঘোষ,ঝাড়গ্রাম : ঝাড়গ্রামের শহরের অরন্যসংঘ পুজা কমিটি ২৫ বছরে পড়লো। অরন্যসংঘ পুজা কমিটির এ বছরের থিম বনদেবী। গ্রাম বাংলার পরিবেশ তুলে ধরা হয়েছে এই পুজোয়। এই পুজোর মূল আকর্ষণ বাবুই পাখির বাসা। বাবুই পাখি মানুষকে আত্মনির্ভরশীল হওয়ার প্রেরণা যোগায় এই ভাবনাকে সামনে রেখেই এক অভিনব থিম ভাবনা।মন্ডপে ৫০ ফুটের বাবুই পাখির বাসা তৈরি করা হয়েছে। গোটা মন্ডপ জুড়ে উইঢিপি, তাল গাছ সহ সমস্ত নির্মল প্রকৃতিকে তুলে ধরা হয়েছে। পুজো কমিটির উদ্যোক্তারা জানান, প্রকৃতি থেকে বিলুপ্ত হতে বসা বিভিন্ন সামগ্রী মানুষের কাছে তুলে ধরতেই এই থিম। প্রকৃতিকে ভুললে তা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাও মনে করিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছেন উদ্যোক্তারা। এবার এই পুজো ২৫ বছরে পদার্পণ করেছে। পুজোর বাজেট প্রায় ১০ লক্ষ টাকা।