
বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনাঃ নিম্নচাপের জেরে সমস্যায় পরেছিল মৃৎশিল্পীরা।বৃষ্টিতে কিভাবে ঠাকুর ডেলিভারি করবেন, কি ভাবে মাকে সাজাবেন, সেই নিয়েই চিন্তিত ছিলেন প্রতিমা শিল্পীরা। তবে আবারো আকাশে রোদে দেখা গেছে। আকাশ আবারও ঝলমলে হওয়ায় চিন্তা দূর হয়েছে মৃৎশিল্পীদের।
নিম্নচাপের কারণে টানা বৃষ্টিপাতের জেরে মাথায় হাত পড়েছিল প্রতিমা শিল্পীদের।দুর্গাপুজোর বাকি হাতেগোনা আর কয়েকটা দিন। তার আগে কিভাবে শেষ করা হবে বাকি কাজ সেই নিয়ে কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছিল পুজো উদ্যোক্তা ও শিল্পীদের। বৃষ্টিতে কিভাবে ঠাকুর ডেলিভারি করা হবে , কি ভাবে মাকে সাজানো হবে সেই নিয়েই চিন্তিত ছিল প্রতিমা শিল্পীরা। তবে আকাশ আবারও ঝলমলে হওয়ায় চিন্তা দূর হয়েছে মৃৎশিল্পীদের।
সামনে খুশির উৎসব দুর্গাপুজো। ঝলমলে আবহাওয়া। দুর্যোগ কেটে গিয়ে আলোর দেখা দিতেই আবারো জোর কদমে শুরু হয়েছে দুর্গা প্রতিমা গড়ার কাজ।