
অনুসুয়া সিনহা,দুর্গাপুর:
অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠায় সামিল দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা। মহকুমা আদালতেই শঙ্খ ধ্বনি উলুধ্বনি আর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে করলেন রামের পুজো। বিতরণ করলেন লাড্ডুও। দুর্গাপুর মহকুমা আদালতের ন্যাশনাল ল-ইয়ার ফোরামের আইনজীবীরা এই পুজোর আয়োজন করেন। তাঁরা বলেন অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠাতে তারাও সামিল হয়েছেন এখান থেকেই।