
অনুসূয়া সিনহা, দূর্গাপুর:
বেনজীর ঘটনার সাক্ষী থাকলো শিল্পনগরী দূর্গাপুর। যাদের উপর সাধারণ মানুষের নিরাপত্তার ভার , সেই পুলিশের বিরুদ্ধে উঠলো ১ কোটি টাকা ডাকাতির অভিযোগে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ২ পুলিশ অফিসার সহ মোট ৬ জন।পুলিশ সূত্রে জানা গেছে ,বৃহস্পতিবার বিকেলে দিল্লির রেলের ঠিকাদার মুকেশ চাওলা ১ কোটি ১ লক্ষ টাকা নিয়ে আসানসোল থেকে ১৯ নং জাতীয় সড়ক ধরে কলকাতায় যাচ্ছিলেন। দুর্গাপুরের পিয়ালা কালীমন্দিরের সামনে ব্যবসায়ীর গাড়ি আটকে দেয় কয়েক জন ব্যক্তি।নিজেদের ক্রাইম ব্রাঞ্চের সদস্য হিসাবে পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ । ঘটনার পর ওই ঠিকাদার থানায় অভিযোগ দায়ের করেন ।
অভিযোগের ভিত্তিতে ৬জনকে গ্রেফতার করে পুলিশ । জানা গেছে ধৃত অসীম চক্রবর্তী দুর্গাপুর থানার এএসআই , চন্দন চৌধুরী সিআইডি বম্ব স্কোয়াডের এসআই পদে কর্মরত ছিলেন। এবং মৃত্যুঞ্জয় সরকার বরখাস্ত এইট ব্যাটেলিয়ানের কর্মী আর বাকি তিনজন হলেন সুভাষ শর্মা , মনোজ কুমার সিংহ, এবং সুরোজ কুমার রাম।এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর কারা এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।