
অনুসূয়া সিনহা, দুর্গাপুর : মদ কারখানার বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন. যত্রতত্র মজুদ করা হচ্ছে কারখানার বর্জ্য। এর ফলে দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়ছে এলাকাবাসীদের, অসুস্থ হয়ে পড়ছেন এলাকার অনেকেই. শুধু তাই নয়, দূষিত বর্জ্যের জলে নষ্ট হয়ে যাচ্ছে চাষের জমিও.
পুলিশের কাছে অভিযোগ করেও কোন কাজ হয়নি। তাই শুক্রবার দুর্গাপুরের কাঁকসার পানাগড় মোড়গ্রাম জাতীয় সড়কের ওপর বিক্ষোভে সামিল হন এলাকার মানুষ। এই রাস্তা অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগকারী রাজ্য সড়ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে কাঁকসা থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় আদিবাসী সমাজের মানুষজন। দীর্ঘ দিন ধরে এই সমস্যা চলছে।
দাবি না মানা হলে পরবর্তীতে আরোও বৃহত্তর আন্দোলনে নামান হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা.