
সুকান্ত চট্টোপাধ্যায় ,বারাসাত:উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের একটি বাজী কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃতের সংখ্যা ৭ আহত ১৫ জন।মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার সকাল সাড়ে আটটা নগদ ঘটনাটি ঘটেছে বারাসাত লাগোয়া দত্তপুকুর থানার অন্তর্গত নীলগঞ্জ ফাঁড়ির নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার মোষপোল পশ্চিমপাড়া অঞ্চলে । বিস্ফোরনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে একটি কংক্রিটের বাড়ি সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত হয়। ৫০ মিটার থেকে ১০০ মিটার দূরে ছিটকে পড়ে থাকতে দেখা যায় মানুষের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ এলাকায় গেলে গ্রামবাসীরা পুলিশের উপরে চড়াও হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। গ্রামবাসীদের অভিযোগ ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে বেআইনিভাবে এই বাজির কারখানা চলছিল। দত্তপুকুর থানা ও বারাসত থানার পুলিশ এখান থেকে এসে নিয়মিত মাসোয়ারা নিয়ে যেত। বাজি কারখানার মালিকরা প্রভাবশালী শাসকদলের কর্মী সমর্থক হওয়াতে কেউ ভয়ে কিছু বলতনা বলে অভিযোগ গ্রামবাসীদের একাংশের।
এই ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।এর আগে মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বাজি দুর্ঘটনার ঘটলেও সেদিকে নজর নেই প্রশাসনের অভিযোগ বিরোধীদের।