
অরূপ পোদ্দার, শিলিগুড়ি:শনিবার দুয়ারের সমাধান ক্যাম্পের সূচনা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
এদিন সাধারন মানুষের সঙ্গে কথা বলে ,তারা বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা নিয়মিত পাচ্ছেন কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন মেয়র । জনসংযোগে মেয়র গৌতম দেব। পাশাপাশি তিনি জানান শিলিগুড়ি পুরো নিগমের অধীনে থাকা ৪৭ টি ওয়ার্ডে দুয়ারে সমাধান ক্যাম্পের ব্যবস্থা করা হবে। ২০শে জানুয়ারি থেকে বারই ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প গুলি আয়োজন করা হবে। প্রত্যেকদিন পাঁচটি করে ওয়ার্ড নিয়ে এই ক্যাম্পের আয়োজন।