
অনুসূয়া সিনহা, দুর্গাপুর : বুধবার দুর্গাপুরে ডিওয়াইএফআই-এর মিছিলে হামলা এবং বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৯। তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। ৯ অভিযুক্তকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃত ৯ জনের মধ্যে ২ জন তৃণমূলের. তৃণমূলের দাবি, বাকি সাতজন সিপিএম-এর কর্মী.
প্রসঙ্গত, বুধবার ডিওয়াইএফআই-এর মিছিল ঘিরে ধুন্ধুমারকাণ্ড বাধে দুর্গাপুরে. ভাঙচুর করা হয় সিপিএমের দলীয় কার্যালয়, এমনটাই অভিযোগ ওঠে. পাশাপাশি বোমাবাজিরও ঘটনা ঘটেছে। উত্তপ্ত হয় ওঠে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকা।
অভিযোগ, আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে মিছিল বের করে বামেরা। দুর্গাপুর নগর নিগমের পাশ দিয়ে যখন মিছিলটি যাচ্ছিল তখনই তৃণমূলের কর্মীদের সাথে শুরু হয় ডিওয়াইএফআই কর্মীদের বচসা। তারপরেই হাতাহাতি, ইট বৃষ্টি. আহত হয় বহু ডি ওয়াইফাই কর্মী বলে জানা যায়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় দুর্গাপুর থানার পুলিশকে.