
স্পোর্টস ডেস্ক :——রবিবার যুবভারতীর সামনে ৩ প্রধানের ফুটবল সমর্থকরা আন্দোলন করেন। ৬ ফুটবলপ্রেমীকে আটক করে ফুলবাগান থানা। লালবাজারে পাঠানো হয় সেই ৬ ফুটবলপ্রেমীকে। ৩ প্রধানের কর্মকর্তারা চুপ থাকলেও তাঁদের পাশে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে । রাত এগারোটায় আইনজীবী নিয়ে লালবাজার গিয়ে তাঁদের ছাড়িয়ে আনেন।ফুটবলপ্রেমীদের পরিবারের সদস্যরা কল্যাণ চৌবেকে দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁদের দোষ কী বুঝতে পারেননি। পুলিশের সঙ্গে দীর্ঘ আলোচনার হয়ে কল্যাণের ।এরপর ছেড়ে দেওয়া হয় লালবাজার থেকে বেরিয়েও জাস্টিস ফর আরজি কর স্লোগান ফুটবলপ্রেমীদের গলায়।এখানেই প্রশ্ন দুই দলের কর্তারা সমর্থকদের পাশে নেই কেনো! ৫০ লাখ অনুদান পেয়ে কি তারা চুপ!কল্যাণ বলেন, ওদের অপরাধটা কী! ওরা তো ক্রিমিনাল নয়। ন্যায় বিচার চাইতে গেছে। সমর্থকদের উপর আক্রমণ বিশ্ব ফুটবলের কালো দিন।’রবিবার ছিল ১৮ অগাস্ট ডুরান্ড কাপ কলকাতা ডার্বি হওয়ার কথা ছিল। কিন্তু ৬৮ হাজার যুবভারতীর জাস্টিস ফর আরজিকর স্লোগানের ভয়েই কার্যত ডার্বি বাতিল করে ডুরান্ড কাপ কলকাতার বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।আর এই প্রতিবাদে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সঙ্গে যোগ দেন মহামেডান সমর্থকরাও। এদিন বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনের ৫ নম্বর, অর্থাৎ ভিআইপি গেট থেকে বিকেল ৫ টায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেন তারা।আর তার আগেই ১৬৩ ধারা যুবভারতীর সামনে প্রয়োগ করে পুলিশ। সমর্থকদের উপর লাঠি চার্জও করে।