
স্পোর্টস ডেস্ক :মঙ্গলবার কলকাতা লিগে রেনবোকে ২-০ গোলে হারালো ইস্টবেঙ্গল। কিন্তু সবথেকে বড়ো কথা আরজিকরের ঘটনা নিয়ে সমর্থকদের প্রতিবাদ এদিনও চলল। এদিন ইস্টবেঙ্গল মাঠে গোলপোস্টের পিছনে একটি ব্যানার ছিল সেখানে লেখা ছিল ‘তোমার স্বর, আমার স্বর পাশে আছি আরজি কর।’ খেলা শুরুর আগে রেনবোর ফুটবলারেরাও একটি জার্সি নিয়ে দাঁড়ান। সেই জার্সিতে আরজি কর-কাণ্ডে ন্যায়বিচারের দাবি লেখা ছিল।এদিন বৃষ্টিভেজা কাঁদা মাঠে ইস্টবেঙ্গলকে কিছুটা ছন্নছাড়াই লাগল।প্রথমার্ধে গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে বৃষ্টি না হওয়ায় খেলার গতি বাড়ল। ৭৫ মিনিটের মাথায় বক্সের মধ্যে থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন পরিবর্ত হিসাবে নামা সঞ্জীব ঘোষ।আর ম্যাচের অতিরিক্ত সময়ে আশিক গোল করেন। খেলা শুরু হয় ২-০ ব্যবধানে। এরপর সমর্থকরা মাঠে প্রতিবাদ জানান আরজিকর কাণ্ডের। ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ জানালেন,সমর্থক আর ফুটবলারেরা যে এ ভাবে প্রতিবাদ করবে সেটা আমি জানতাম না। আমার সঙ্গে ওদের কথা হয়নি। তবে সারা দেশই তো বিচার চাইছে। আমিও চাই।”