
স্পোর্টস ডেস্ক : ইতিমধ্যে কেরালা ব্লাস্টার্স ম্যাচে জিতে অক্সিজেন পেয়েছে ইস্টবেঙ্গল ক্লাব । আইএসএলে সুপার সিক্সে খেলার স্বপ্ন যখনই দেখা যাচ্ছে ঠিক তখনই খারাপ খবর ক্লাবের জন্য। শতবর্ষ ক্লাবের একটি অংশ ভেঙে দিল সেনাবাহিনী। ইস্টবেঙ্গলের ক্যাফেটেরিয়ার পেছন দিকে একটি শৌচালয় ছিল। সেটা সংস্কার শুরু হয়েছিল। কিন্তু ময়দানের তিন প্রধানের জমি সেনাবাহিনীর অধীনে। ময়দান সেনার অধীনে সেনার অনুমতি ছাড়া অস্থায়ী নির্মাণ হয় ক্লাবে । ফলে সেনার লোক এসে ভেঙে দেয় অবৈধ নির্মাণ। তবে ক্লাবের দাবি, একটি ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। সেটা মিটে গিয়েছে। অনুমতি পাওয়া গেছে খুব শীঘ্রই আবার নির্মাণ কাজ চালু হবে।